নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীরা রাস্তায় থাকলে দিনের বেলা বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক মনজুর রহমান পিটার। বাস বন্ধের কারণ জানাতে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রাজশাহী থেকে ছেড়ে যাওয়া সকল বাস শুক্রবার সকাল থেকে হঠাৎ বন্ধ ঘোষণা করে দেয় বাস মালিক-শ্রমিক নেতৃবৃন্দ। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। তবে শুক্রবার বিকাল ৬টায় রাজশাহী থেকে ঢাকাসহ বিভিন্ন সড়কপথে বাস ছেড়ে যায়।
মনজুর রহমান পিটার বলেন, শিক্ষার্থীরা রাস্তায় থাকলে শনিবার দিনের বেলাতেও বাস বন্ধ থাকবে। কিন্তু রাতে চলবে।
তিনি আরো বলেন, ‘নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা সারাদেশে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তাদের দাবির সাথে আমরাও একমত। কিন্তু শিক্ষার্থীদের বিক্ষোভের মধ্যে উচ্ছৃঙ্খল একটি গোষ্ঠী ঢুকে পড়ে তারা বাসে ভাঙচুর চালাচ্ছে।’
পিটার জানান, বাস ও শ্রমিকদের নিরাপত্তার কারণে তারা দিনে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। রাতে বাস চলাচল করবে। যদি শিক্ষার্থীরা রাস্তায় না নামে তবে দিনের বেলাতে বাস চলবে বলে জানান তিনি।
Leave a Reply