শিক্ষাক্ষেত্রে সরকার উদার হস্তে পুরস্কৃত করছে: এম.পি মজিদ খান

শিক্ষাক্ষেত্রে সরকার উদার হস্তে পুরস্কৃত করছে: এম.পি মজিদ খান

শিক্ষাক্ষেত্রে সরকার উদার হস্তে পুরস্কৃত করছে: এম.পি মজিদ খান
শিক্ষাক্ষেত্রে সরকার উদার হস্তে পুরস্কৃত করছে: এম.পি মজিদ খান

ইয়াসিন আরাফাত মিল্টন, স্টাফ রিপোর্টার: বানিয়াচং-আজমিরীগঞ্জের সংসদ সদস্য আলহাজ্ব এড: আব্দুল মজিদ খান বলেছেন, শিক্ষাক্ষেত্রে সরকার উদার হস্তে পুরস্কৃত করে যাচ্ছেন। তিনি গতকাল সকাল ১০ঘটিকার সময় মেধাবিকাশ স্কুল প্রাঙ্গনে বানিয়াচং উপজেলা শিক্ষা সপ্তাহ উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত ইউএনও মো: মামুন খন্দকারের সভাপতিত্বে জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগীতা-২০১৮ খ্রি: আলোচনা সভা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথা বলেন। তিনি শিক্ষকদের উদ্দেশ্য করে বলেন ছাত্র-ছাত্রীদেরকে মাদক ও ইভটিজিং থেকে মুক্ত রাখতে হবে, ছাত্র-ছাত্রীদের হৃদয়ে যথাযথ শিক্ষা দিয়ে দেশ প্রেমে উদ্বুদ্ধ করতে হবে। আমরা রাজনীতি করি মানুষের উপকারের জন্য। কথার ফুলঝুড়ি দিয়ে রাজনীতি করি না। তৃণমূল পর্যায়ে মানুষের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে। তিনি আরো বলেন, নয় বছরে বানিয়াচং-আজমিরীগঞ্জে ৯শ পুলিশ নিয়োগ দিয়েছি। কারো কাছ থেকে একটি টাকাও নেই নি। তাছাড়া ৭৫টি স্কুল ভবন নির্মাণ করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে অনুদান এসেছে। ১শ ১২টি ধর্মীয় মন্দির এবং ২টি কওমি মাদ্রাসা বিল্ডিং আমরা ইতিমধ্যে করেছি, বাকিগুলি পর্যায়ক্রমে আমরা করে যাব। ইতিমধ্যে বানিয়াচং-আজমিরীগঞ্জে ৮শ মেঘাওয়াট বিদ্যুৎ দিয়েছি। তিনি বলেন সমাজ একা পরিবর্তন করা যায় না। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। মানুষকে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করবেন না বলে উপস্থিত সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক খান বাহার, ১নং ইউনিয়ন চেয়ারম্যান মো: গিয়াস উদ্দিন, সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান খাঁন, জনাব আলী কলেজের সাবেক ভি.পি শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, নজরুল ইসলাম, আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল আব্দাল হোসেন খান, ভাইস প্রিন্সিপাল মাও: আতাউর রহমান, বানিয়াচং থানার ভারপ্রাপ্ত ওসি কাইয়ুম, মুক্তিযুদ্ধা আব্দুল কাদির তুফানী, বি.এস.ডি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মুবাশ্বির আহমেদ, সুফিয়া মতিন মহিলা কলেজ অধ্যক্ষ সালামত আলী খান, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক আশসাফ চৌধুরী বাবু, বানিয়াচং ছাত্রলীগ সভাপতি এ.জেড.উজ্জল প্রমূখ। আলোচনা সভা পরিচালনা করেন- মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শুকরানা। কোরআন তেলাওয়াত করেন ইউনাত আহমেদ, গীতা পাঠ করেন প্রসেনজিৎ দত্ত বাপ্পা। আলোচনা সভা শেষে বিভিন্ন স্কুলের বিজয়ী প্রতিযোগী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com