শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং রেলস্টেশন ও অলিপুর রেলগেইটের মধ্যবর্তীস্থানে ঢাকাগামী কালনী ট্রেনের ধাক্কায় রেলের স্লিপার বহনকারী ট্রলি ভেঙ্গে চুরমার হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (১২ জানুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট রুটে এঘটনাটি ঘটে। এঘটনায় ঢাকাগামী আন্তঃনগর কালনী ট্রেন পৌনে ১ ঘন্টা ঘটনাস্থলে আটকা ছিল।
শায়েস্তাগঞ্জ রেল জংশনের উধ্বর্তন উপসহকারি প্রকৌশলী (পথ) মো.সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলে রেললাইনের স্লিপার মেরামতের কাজ চলছে। সকালে জংশন থেকে ট্রলিযোগে কিছু স্লিপার কাজের স্থানে নেয়া হয়েছিল। এসময় ঢাকাগামী আন্তঃনগর কালনী ট্রেন ট্রলিকে ধাক্কা দিলে কয়েকটি স্লিপার ভেঙ্গে যায়। তাছাড়া আর কোন ক্ষয়ক্ষতি হয়নি।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শফিকুল ইসলাম খান জানান, এবিষয়ে তার কাছে কোনো তথ্য নেই।
Leave a Reply