নিজস্ব প্রতিনিধি, সিলেট: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নের অভিযোগ করে দুই বছরের জন্য বহিষ্কার হয়েছেন ছাত্রী।
এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। অর্থনীতি বিভাগের শিক্ষক প্লাবন চন্দ্র সাহার অপকর্মের বিচার চেয়ে উল্টো ছাত্রীর বহিষ্কার নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ সেলের সদস্যরা।
এমনকি সংক্ষুব্ধ হয়েছেন শিক্ষকের যৌন নিপীড়নের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রধান প্রফেসর ড. নাজিয়া চৌধুরী। তিনি বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রেরও প্রধান। নিপীড়নের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন কাণ্ডে স্তম্ভিত হয়েছেন তিনি।
এদিকে ওই ঘটনায় অভিযুক্ত শিক্ষককে চাকরিচ্যুত করা হলেও তার শিক্ষকতা ফেরাতে শিক্ষকদের একটি অংশ তৎপর রয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের ২১১তম সিন্ডিকেট সভায় শিক্ষককে চাকরিচ্যুত ও অভিযোগকারী ছাত্রীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। তবে ভিকটিম ছাত্রীকে বহিষ্কারের ঘটনায় ক্যাম্পাসে মিশ্র প্রতিক্রিয়া শুরু হলে বিষয়টি এখনও ‘পেন্ডিং’ রয়েছে বলে জানান শাবি ভিসি ও সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
জানা যায়, সামাজিক বিজ্ঞান অনুষদের এক ছাত্রীর অভিযোগের ভিত্তিতে গত ১৫ ডিসেম্বর সিন্ডিকেটে শাবির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক প্লাবন চন্দ্র সাহাকে সহকারী প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্র তদন্ত করে ওই শিক্ষকের যৌন নিপীড়নের প্রমাণ পায়। ওই অভিযোগে শনিবার তাকে চাকরিচ্যুত করা হয়। পাশাপাশি যৌন হয়রানির শিকার ওই ছাত্রীকেও দুই বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এ নিয়ে শুরু হয়েছে সমালোচনা। শিক্ষক-শিক্ষার্থীদের দাবি যৌন নিপীড়নের শিকার অভিযোগকারী ছাত্রীকে বহিষ্কারের ঘটনা নজিরবিহীন। এ ঘটনায় ভবিষ্যতে কোনো ছাত্রী যৌন নিপীড়নের শিকার হলে অভিযোগ করতে ভয় পাবেন বলে মনে করেন তারা।
এদিকে ওই ছাত্রীকে বহিষ্কারের বিষয়ে কোনো সুপারিশ করা হয়নি জানিয়ে তদন্ত কমিটির প্রধান এবং যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ সেলের সভাপতি অধ্যাপক ড. নাজিয়া চৌধুরী বলেন, সিন্ডিকেটের এই সিদ্ধান্ত শুনে আমি স্তম্ভিত। ছাত্রীকে দেয়া এই শাস্তি অপরাধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। তাকে সর্বোচ্চ সতর্ক করা যেত বলে আমি মনে করি। শাবি ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, সংক্ষুব্ধ যে কেউই সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপিল করতে পারবেন। তবে যৌন নিপীড়নের শিকার ওই ছাত্রীর শাস্তির বিষয়টি নিয়ে আমরা এখনও পর্যালোচনা করছি।
Leave a Reply