শনাক্তের সংখ্যায় চীনকে ছাড়ালো বাংলাদেশ

শনাক্তের সংখ্যায় চীনকে ছাড়ালো বাংলাদেশ

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরো ২ হাজার ৮৫৬ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৮৪ হাজার ৩৭৯ জনে দাঁড়িয়েছে। যা শনাক্তের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে। ভাইরাসটির উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮৩ হাজার ৭৫ জন।

এদিকে, করোনাভাইরাস শনাক্তে দেশে গত ২৪ ঘণ্টায় ৫৯টি ল্যাবে ১৬ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরো দুই হাজার ৮৫৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ হাজার ৩৭৯ জনে।

আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৪ জন। এদের মধ্যে পুরুষ ৩৩ জন এবং নারী ১১ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৩৯ জনে।

গত ২৪ ঘণ্টায় আরো ৫৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৭ হাজার ৮২৭ জন সুস্থ হলেন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটার এর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৪ লাখ ২৮ হাজার ৪৮৮। এছাড়া আক্রান্ত হয়েছেন ৭৭ লাখ ৫১ হাজার ৮৯৯ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৯ লাখ ৭৩ হাজার ২০৩ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com