লুঙ্গি পরে ট্রাক চালালে ২০০০ টাকা জরিমানা!

লুঙ্গি পরে ট্রাক চালালে ২০০০ টাকা জরিমানা!

লুঙ্গি পরে ট্রাক চালালে ২০০০ টাকা জরিমানা!
লুঙ্গি পরে ট্রাক চালালে ২০০০ টাকা জরিমানা!

আন্তর্জাতিক ডেস্কঃ যারা লুঙ্গি পরে অভ্যস্ত তারা এটিকে সবচেয়ে আরামদায়ক পোশাক হিসেবে মনে করেন। আর সাধের এ লুঙ্গির ওপরই নেমে এল জরিমানার খড়গ।

ভারতীয় গণমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়, ভারতের কেন্দ্রীয় সরকার গত জুলাই মাসে মোটরযান সংশোধনী বিল পাস করেছে। পশ্চিমবঙ্গে না হলেও ১ সেপ্টেম্বর থেকে অনেক রাজ্যেই তা কার্যকর করা হয়েছে। এ আইনে সড়কে আইন ভাঙার অপরাধে ২৩ হাজার থেকে প্রায় ৮০ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখেছে সরকার।

মোটরযান আইনে একধাপ এগিয়ে রয়েছে ভারতের উত্তরপ্রদেশ। রাজ্যটির সরকার সংশোধিত মোটরযান আইনে থাকা পোশাক বিধি কার্যকর করছে। সংশোধিত এ আইন অনুযায়ী, লুঙ্গি পরে কেউ ট্রাক চালালে তাকে ২,০০০ টাকা জরিমানা দিতে হবে। আর এ আইন অনুযায়ী, যদি কেউ একই সঙ্গে লুঙ্গি আর গেঞ্জি পরে ট্রাক চালাতে গিয়ে ধরা পড়ে তাকে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা হবে তার।

নতুন আইনে উত্তরপ্রদেশে এখন ট্রাক চালাতে হলে চালকদের শার্ট বা টি-শার্ট আর ফুল প্যান্ট বা ট্রাউজার পরতে হবে। শুধু তাই নয়, গাড়ি চালানোর সময় চালকদের অবশ্যই জুতা পরতে হবে।

লক্ষনৌ ট্রাফিক দপ্তরের এএসপি পূর্ণেন্দু সিং জানান, বর্তমানে মোটরযান আইন-২০১৯ এর ১৭৯ ধারা অনুযায়ী, ড্রেস কোড না মানলে তার জন্য ২ হাজার টাকা জরিমানার বিধান করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com