লকডাউন প্রত্যাহারের দাবীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যবসায়ীদের বিক্ষোভ-পুলিশের বাধা

লকডাউন প্রত্যাহারের দাবীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ব্যবসায়ীদের বিক্ষোভ-পুলিশের বাধা

lokaloy24.com
lokaloy24.com

কোভিড-১৯ এর ভয়াভহ ছোবল থেকে রক্ষা পেতে সরকার কর্তৃক ঘোষিত লকডাউনের বিরোধিতা করে প্রত্যাহারের দাবী জানিয়ে বিক্ষোভে নেমেছে ব্যাবসায়ীরা। সোমবার (৫ এপ্রিল) বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়  হাজী আসহানউল্লাহ সুপার মার্কেটের সামনে সড়ক অবরোধ করে শতাধিক ব্যবসায়ী এ বিক্ষোভ করেন। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা ও হাইওয়ে পুলিশ এসে বিক্ষোভকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এ সময় মিজানুর রহমান নামে এক ব্যবসায়ীর সঙ্গে কথা হলে তিনি বলেন, লাখ লাখ টাকা আমরা বাকিতে মালামাল এনেছি। এভাবে মার্কেট বন্ধ থাকলে পাওনাদারকে কি করবো? কিভাবে আসছে ঈদে কর্মচারীদের বেতন দিবো। তারপর আমাদের পরিবারের কি হবে। যেভাবে কলকারখানা চালু রাখা হয়েছে, সেভাবে মার্কেট খোলার অনুমতি দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান তিনি।

এছাড়াও মো. বিল্লাল হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, আমরা কোনো লকডাউন চাই না। পবিত্র রমজান মাস ও ঈদ সামনে রেখে লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা রাখতে চাই আমরা। দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে আগামী এক সপ্তাহের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, কয়েকজন লোক জড়ো হয়েছিলো। পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। স্বাস্থ্যবিধি না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রয়োজন ছাড়া মানুষকে রাস্তায় বের না হওয়ার অনুরোধও জানান পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com