সংবাদ শিরোনাম :
রিজার্ভ চুরি : আরসিবিসির বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ

রিজার্ভ চুরি : আরসিবিসির বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ

রিজার্ভ চুরি : আরসিবিসির বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ
রিজার্ভ চুরি : আরসিবিসির বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক : নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে চুরি যাওয়া অর্থ উদ্ধারে ফিলিপাইনের রিজল কমার্শিয়াল ব্যাংকের (আরসিবিসি) বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার নিউ ইয়র্কের ম্যানহাটনের ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের করা মামলায় আরসিবিসি এবং রিজার্ভ চুরির ঘটনায় জড়িতদের আসামি করা হয়েছে।

বুধবার মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে খবরের প্রতিক্রিয়ায় আরসিবিসি বলেছিল, ‘আমরা এই অভিযোগকে স্বাগত জানাচ্ছি, যেহেতু অজ্ঞাত ব্যক্তিদের মাধ্যমে বাংলাদেশ থেকে শুরু হওয়া ঘটনার শিকার আরসিবিসি আবারও নথি উপস্থাপনের সুযোগ পাচ্ছে।’

২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ১০ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। ব্যাংকিং লেনদেনের আন্তর্জাতিক নেটওয়ার্ক সুইফটে ভুয়া বার্তা পাঠিয়ে এই অর্থ ফিলিপাইন ও শ্রীলঙ্কার দুটি ব্যাংকে সরানো হয়েছিল।  ভুয়া বার্তাটি ধরতে পারায় শ্রীলঙ্কা ২ কোটি ডলার আটকে দেয় এবং পরবর্তী সময়ে তা ফেরত পাওয়া যায়। কিন্তু আরসিবিসির মাধ্যমে ফিলিপাইনে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের প্রায় সবটাই ক্যাসিনোতে জুয়ার আসরে হাত বদল হয়।  ফিলিপাইন সরকার জুয়ার আসর থেকে প্রায় দেড় কোটি ডলার উদ্ধার করতে পারলেও বাকী অর্থের কোনো খোঁজ মেলেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com