লোকালয় ডেস্কঃ চট্টগ্রামের বাকলিয়া থানার তুলাতলী এলাকায় এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই গৃহবধূকে তার স্বামী জয়নাল হত্যা করেছেন।
১ নভেম্বর, বৃহস্পতিবার ভোর ৫টার দিকে রোকসানা আকতার (২৮) নামে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয় বলে ইউএনবির খবরে জানা গেছে।
নিহত গৃহবধূ রোকসানার স্বামী জয়নাল পেশায় রাজমিস্ত্রি। রোকসানা-জয়নাল দম্পতি বাকলিয়ার তুলাতলি আলী ভবনে ভাড়ায় থাকতেন। তাদের বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলায়।
বিষয়টি নিশ্চিত করে সিএমপির বাকলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব কুমার চৌধুরী জানান, বুধবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে বৃহস্পতিবার ভোরে রোকসানাকে গলা কেটে হত্যা করে তার স্বামী পালিয়ে যান।
ওসি প্রণব কুমার চৌধুরী আরও জানান, খবর পেয়ে সকালে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ। পলাতক জয়নালকে গ্রেফতারের চেষ্টা চলছে।
Leave a Reply