আন্তর্জাতিক ডেস্ক- কথা ছিল যৌতুক বাবদ বরকে নতুন মোটর সাইকেল দিবে, কিন্তু বিয়ের দিন সেটি দিতে পারেনি কনের পরিবার। এই কারণে বিয়ে করার ২৪ ঘণ্টার মধ্যে নববধূকে তিন তালাক দিয়েছেন এক বর। সম্প্রতি এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বরাবাঙ্কিতে।
এএনআই’র খবরে বলা হয়েছে, অভিযোগ পেয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ওই অঞ্চলের পুলিশ। পাত্র ও তার পরিবারের বিরুদ্ধেও পুলিশ মামলা দায়ের করেছেন।
এর আগে ওই কনের বাবা থানায় লিখিত অভিযোগে জানান, যৌতুকের তালিকা অনুযায়ী সবকিছুই মিটিয়েছেন বরপক্ষের। শুধু বাকি ছিল মোটরসাইকেল।
তিনি আরো জানান, একটু সামলে নিয়ে, পরে মোটরসাইকেল কিনে দেবেন বলে পাত্রপক্ষকে আশ্বস্ত করার চেষ্টা করেছিলেন। কিন্তু, পাত্রের এতে মন গলেনি। তাই বিয়ের ২৪ ঘণ্টার মধ্যে মেয়েকে তিন তালাক দেন।
Leave a Reply