মিন্নিকে পাশে বসিয়ে যা বললেন তার আইনজীবী

মিন্নিকে পাশে বসিয়ে যা বললেন তার আইনজীবী

মিন্নিকে পাশে বসিয়ে যা বললেন তার আইনজীবী
মিন্নিকে পাশে বসিয়ে যা বললেন তার আইনজীবী

ঢাকা- আয়েশা সিদ্দিকা মিন্নি তার প্রধান আইনজীবী জেড আই খান পান্নার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে সুপ্রিম কোর্ট বার ভবনে জেড আই খান পান্নার চেম্বারে মিন্নি তার বাবাকে নিয়ে সাক্ষাৎ করতে আসেন। দীর্ঘ সময় আইনজীবীদের সঙ্গে কথা বলেন তিনি।

এসময় মিন্নি আইনজীবীর পা ছুঁয়ে সালাম করেন। পরে মিন্নিকে পাশে বসিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইনজীবী জেড আই খান পান্না।

আইনজীবী সঙ্গে মিন্নির সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে জেড আই খান পান্না বলেন, ‘ডাক্তারের সঙ্গে পরামর্শের বিষয় আছে। আইনজীবীর সঙ্গে পরামর্শের বিষয় আছে।’

তিনি বলেন, ‘চার্জশিটের কথা তো আগাগোড়া বলেছি, এটি একটি মনগড়া উপন্যাস। মূলত মূল আসামিদের মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্যই এ ধরনের কারবার করা হয়েছে। নাথিং নিউ।’

এ চার্জশিট জজ মিয়া এবং জাহালমের আরেকটা সংস্করণ বলেও উল্লেখ করেন মিন্নির আইনজীবী জেড আই খান পান্না।

আইনজীবী বলেন, ‘যে জবানবন্দি প্রকাশ পেয়েছে আমি তো কোর্টে বসেই দেখেছি। আপিল বিভাগের চেম্বার আদালত যখন আমাদের দেখাতে দিতে বলেছিল, তখন এক নজর দেখেছি। সেটাও (১৬৪ ধারার জবানবন্দি) একটি উপন্যাস। সুপ্রিমকোর্ট বারের সভাপতি আদালতকে বলেছিলেন, এত সুন্দর করে লেখা যা চিন্তার বাইরে।

এ চার্জশিট প্রত্যাহারের আবেদন করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আগেই করা হয়েছে। মিন্নি নিজে জেলখানা থেকে এই আবেদন করেছে।’

এরপর মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর বলেন, ‘রিমান্ডের নামে মিন্নিকে যে নির্যাতন করা হয়েছে তার ভয়াবহতা নিয়ে সে ভুগছে। তার হাঁটুতে ব্যথা, জয়েন্টে ব্যথা। এ কারণে তাকে ডাক্তার দেখাতে এসেছি।’

মিন্নির বাবা আরও বলেন, ‘রিমান্ডের সময় পুলিশ ওর মাথায় পিস্তল ধরেছে। নির্যাতন করেছে। ভয়-ভীতি দেখিয়েছে। এরপর থেকেই ও (মিন্নি) বিষণ্নতায় ভুগছে। ওর চিকিৎসার একান্ত প্রয়োজন তাই ঢাকায় নিয়ে এসেছি।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com