সংবাদ শিরোনাম :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবীগঞ্জে তাহসিন হত্যার প্রধান আসামী মান্না গ্রেফতার পৈলারকান্দির ফেরেঙ্গীটিলা গ্রামে ১৪৪ ধারা অমান্য করে জায়গা দখলের পায়তারা
মাশরাফি শোয়েব আখতারকে ছাড়িয়ে গেলেন

মাশরাফি শোয়েব আখতারকে ছাড়িয়ে গেলেন

স্পোর্টস ডেস্ক : ওয়ানডেতে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। শুক্রবার ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলের অভিজ্ঞ এই পেসারের সামনে ছিল পাক কিংবদন্তি শোয়েব আখতারকে ছাড়িয়ে যাওয়ার হাতছানি। ওয়ানডেতে সব মিলিয়ে ২৪৭টি উইকেট ছিল পাকিস্তানের এই গতিদানরে ঝুলিতে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ২টি উইকেট নিয়ে ওয়ানডেতে ২৪৭ উইকেট নিয়ে শোয়েব আখতারকে ছুঁয়েছিলেন ম্যাশ। দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে উইকেট পাননি তিনি। তবে ভারতের বিপক্ষে ম্যাচে মহেন্দ্র সিং ধোনির উইকেট তুলে শোয়েব আখতারকে টপকে যান টাইগার অধিনায়ক। ছয়বার অস্ত্রোপচারের পরও থেমে যাননি বাংলাদেশ দলের এই কান্ডারি। এখনও দেশের জন্য নিজেকে বিলিয়ে দিচ্ছেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত মাশরাফি।
এ নিয়ে মাশরাফির ঝুলিতে হলো ২৪৮টি উইকেট। আর মাত্র ২টি উইকেট পেলেই ওয়ানডেতে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ উইকেটের মাইলফলকটাও ছুঁয়ে ফেলবেন তিনি। এরপর তার সামনে থাকবে আরেক কিংবদন্তিকে ছোঁয়ার হাতছানি। ভারতের সর্বকালের অন্যতম সেরা বোলিং অলরাউন্ডার ও বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের ওয়ানডেতে সংগ্রহ ২৫৩ উইকেট। এই কিংবদন্তিকে ছাড়িয়ে যেতে আর মাত্র ৫টি উইকেট নিতে হবে মাশরাফির। ২৪৮ উইকেট নিয়ে ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় ২৫তম স্থানে রয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক। শোয়েব আখতারের পর মাশরাফির সামনে সুযোগ থাকবে দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মাখায়া এনটিনি (২৬৬), ভারতীয় সাবেক স্পিনার হরভজন সিং (২৬৯), পাকিস্তানের সাবেক পেসার আবদুর রাজ্জাক (২৬৯), ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন (২৬৯), দক্ষিণ আফ্রিকান অ্যালান ডোনাল্ড (২৭২) ও জ্যাক ক্যালিসকে (২৭৩) ছাড়িয়ে যাওয়ার। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের দিক থেকে মাশরাফির পরেই আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডেতে এ নিয়ে ২৪৩ উইকেট শিকার করেন তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com