মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর পৌরসভার সাবেক কমিশনার বেনু পদ রায়কে একটি মাদক মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহষ্পতিবার দুপুরে তাকে হবিগঞ্জ বিচারিক আদালতে হাজির করা হলে আদালত এ নির্দেশ দেন।
এর সত্যতা নিশ্চিত করে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি ইকবাল হোসেন জানান, গত বুধবার রাতে মাধবপুর বাজার মোদক পট্টি থেকে ভারতীয় ১০ বোতল মদ সহ মাধবপুর পৌরসভার নোয়াগাও গ্রামের মৃত জয়কুমার রায়ের ছেলে বেনুপদ রায় মাধবপুর পৌরসভার সাবেক কমিশনার বেনুপদ রায়কে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে তার বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
Leave a Reply