মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে পাথরবাহী ট্রাকের চাপায় জুনায়েদ মিয়া (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১০ মে) দুপুরে উপজেলা সদরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুনায়েদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ভাইগদা গ্রামের আবন মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, জুনায়েদ মিয়া রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করে।
Leave a Reply