মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোবাসে করে গাঁজা পাচারের সময় মাদক ব্যবসায়ী শফিক মিয়া (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।
গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার এসআই আব্দুস সাত্তারের নেতৃত্বে একদল পুলিশ শনিবার ভোর রাতে মাধবপুর-মনতলা সড়কের পৌরসভার নোয়াগাঁও এলাকার অভিযান চালিয়ে মাইক্রোবাস সহ উল্লেখিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে মাইক্রোবাস (ঢাকা মেট্টো-গ-১৪-১১৮২) যোগে গাঁজা পাচারের খবরে পুলিশ উল্লেখিত স্থানে উৎপেতে থেকে মাইক্রোবাসটি আটক করে তল্লাশী চালিয়ে ২০ কেজি গাঁজা জব্দ করে।
এ সময় গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলার শ্রীধরপুর গ্রামের সবুর মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী শফিক মিয়া (৩০) গ্রেফতার করে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।
Leave a Reply