লোকালয় ডেস্কঃ বাংলাদেশের মি.পারফেক্টশনিস্ট খ্যাত অভিনেতা আরিফিন শুভ জানিয়েছেন, মরণোত্তর চোখ দান করবেন তিনি।তবে কোন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আরিফিন শুভর মৃত্যুর পর চোখ সংরক্ষণ করবে সেটা ঠিক হয়নি।
আরেফিন শুভ জানান, ‘মৃত্যুর পর আমাদের নিজেদের শরীরটার প্রয়োজন নেই। কিন্তু সেটা অন্য একজন মানুষের জীবন বদলে দিতে পারে। সেকারণে আমি সিদ্ধান্ত নিয়েছি মরণোত্তর চোখ দান করার। যদি আমার দ্বারা একটা মানুষ এই সুন্দর পৃথিবী দেখতে পায় তাহলে এর থেকে বড় আনন্দের বিষয় আর কি হতে পারে? মৃত্যুর পর পোকামাকড়ের খাবার হওয়ার চেয়ে আমার কাছে মানুষের কল্যাণে নিজের অঙ্গ দান শ্রেয়।’
তিনি আরও বলেন, ‘যতটুকু জানি, আমাদের দেশে এটার কোন নিয়ম নেই। এই দেশে চোখ দান না করতে পারলে অন্য দেশে করব। আর যদি এখানে পারি তাহলে তো খুব ভালো। তবে চোখ আমি দান করবই।’
এদিকে, আরিফিন শুভ ‘সাপলুডু নামের একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল। ছবিটি অ্যাকশন-থ্রিলার ধর্মী। সাপলুডুর পর তিনি ‘জ্যাম’ নামে আরেকটি ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।
Leave a Reply