লোকালয় ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আগামীকাল মঙ্গলবার পিরোজপুর সফরে যাচ্ছেন। দুপুর দেড়টায় তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে পিরোজপুরের মঠবাড়িয়ার উদ্দেশে যাত্রা করবেন।
সেখানে পৌঁছে দুপুর আড়াইটায় পিরোজপুর মঠবাড়িয়া শহীদ মোস্তফা খেলার মাঠে এক জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।
সফরে এরশাদের সফরসঙ্গী হিসাবে থাকবেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, মশিউর রহমান রাঙ্গা, সুনীল শুভরায়, মেজর (অব.) খালেদ আখতার প্রমুখ।
জাতীয় পার্টির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Leave a Reply