ভারতে আক্রান্ত ৯০ হাজার ছাড়ালো

ভারতে আক্রান্ত ৯০ হাজার ছাড়ালো

lokaloy24.com

লোকালয় ডেস্কঃ  তৃতীয় দফার লকডাউনের শেষ দিনে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেল। বেড়েছে মৃত্যুর সংখ্যাও।

রোববার যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এ তথ্য জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ভারতে এখণ পর্যন্ত মোট ৯০ হাজার ৯২৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে দুই হাজার ৮৭২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে করোনার সংক্রমণের শুরু থেকেই সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রের। তা সে সংক্রমণের দিক থেকেই হোক বা করোনায় মৃত্যু সংখ্যায়। সে দেশে মোট করোনা আক্রান্তের এক-তৃতীয়াংশই মহারাষ্ট্রের।

সম্প্রতি দিল্লি এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া পূর্বাভাস দিয়েছিলেন, ভারতে জুন-জুলাইয়ে করোনা সংক্রমণ শিখরে পৌঁছবে। অভিজ্ঞ চিকিৎসকের আশঙ্কা যে অমূলক নয়, তার প্রমাণ মিলল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্রে পাওয়া একটি পরিসংখ্যান-রিপোর্টে৷ পুরো ভারতে করোনা-পরিস্থিতি বিচার করে এটি তৈরি করেছেন দেশ-বিদেশের বিশিষ্ট চিকিৎসাবিজ্ঞানীরা। সেখানেও ভারতে করোনার তীব্রতা জুলাই-আগষ্টে চরমে পৌঁছনোর পূর্বাভাস দেয়া হয়েছে।

উল্লেখ্য, আক্রান্তের সংখ্যায় শুক্রবারই চীনকে পেছনে ফেলেছে ভারত। ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, এদিন দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ছিল ৮৫ হাজার ২১৫ জন। মহামারি শুরু হওয়ার পর থেকে চীনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৪৪ জন। করোনা আক্রান্তের সংখ্যার বিচারে বিশ্বে এখন ভারতের স্থান ১১ নম্বরে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com