ভারতের ১০ ব্যাটসমানকে একাই ধসিয়ে দিলেন এজাজ

ভারতের ১০ ব্যাটসমানকে একাই ধসিয়ে দিলেন এজাজ

http://lokaloy24.com

মুম্বাই টেস্টের প্রথম ইনিংসে একাই ভারতের ১০ উইকেট তুলে নিলেন নিউজিল্যান্ডের বোলার এজাজ প্যাটেল। ঢুকে পড়লেন টেস্ট ইতিহাসের রেকর্ডের পাতায়।

সর্বশেষ ২২ বছর আগে অনিল কুম্বলের এমন ঘটনার সাক্ষী হয়েছিল ক্রিকেট বিশ্ব। দেড়শ বছরের ইতিহাসে এর আগে এই কীর্তি গড়েছিলেন জিম লেকারও।

ভারতীয় ব্যাটসম্যান শুভমন গিলকে ফিরিয়ে দিয়ে পতনের সূচনা করেছিলেন এজাজ। এরপর টেস্টের প্রথম দিনেই চেতেশ্বর পূজারা, বিরাট কোহলিদের সাজঘরের পথ দেখিয়েছিলেন শূন্য রানে। সেদিনই আউট করেছিলেন শ্রেয়াস আয়ারকেও।

দ্বিতীয় দিনে শনিবার যেন আরও ধারালো হয়ে উঠলেন এজাজ। ভারতের যে ছয় ব্যাটসম্যান আউট হলেন পরে, সবাইকেই আউট করলেন তিনি। শেষটা করলেন ভারতের ১১ নম্বর ব্যাটসম্যান মোহাম্মদ সিরাজকে দিয়ে।

দলীয় ইনিংসশেষে তার বোলিং ফিগারটা ছিল ৪৭.৫ ওভার, ৩ মেডেন, ৩৬ রান, ১০ উইকেট।

ইনিংসে প্রতিপক্ষের সব ব্যাটসম্যানকে আউট করার প্রথম কীর্তিটি ছিল ইংল্যান্ডের জিম লেকারের। ১৯৫৬ সালে ম্যানচেস্টার টেস্টে চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি এমন ঘটনা ঘটিয়েছিলেন। ওই ম্যাচটি ইনিংস ও ১৭০ রানের বড় ব্যবধানে জিতেছিল ইংলিশরা।

পরের কীর্তিটা আজকের প্রতিপক্ষ ভারতের বোলারেরই। অনিল কুম্বলেও কীর্তিটা গড়েছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে, দিল্লিতে। ওই টেস্টে ২১২ রানের বড় ব্যবধানে জিতেছিল ভারত। এজাজ ও লেকারের কীর্তি প্রথম ইনিংসে হলেও কুম্বলে ১০ উইকেট নিয়েছিলেন দ্বিতীয় ইনিংসে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com