বিনোদন ডেস্কঃ গত বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল নুসরাত ইমরোজ তিশা ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। তবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা যাচ্ছিল না। কিন্তু সে গুঞ্জন পাশ কাটিয়ে এবার জানা গেল সত্যি খবর- তিশা ভারতীয় চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন।
ছবির নাম ‘বোবা রহস্য’। থ্রিলার, রোমান্স ও গোয়েন্দাধর্মী গল্পের ছবিটি নির্মাণ করবেন অভিষেক বাগচি। এতে কলকাতার নন্দিত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও বাংলাদেশের তরুণ নায়ক আমান রেজাও অভিনয় করবেন। আর তিনিই খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন।
ছবিটি প্রযোজনা করছেন সাগর সেন। শুটিং শুরু হবে ১২ জানুয়ারি। ভারতের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে ছবিটির শুটিং হবে। এতে ভারতের খরাজ মুখার্জি, সুদীপ্ত চক্রবর্তীসহ আরও অনেকেই অভিনয় করবেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ছবিটি মুক্তি পাবে ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে। ছবিটি দেশে আনা হবে সাফটা চুক্তির আইনে। আর এটি বাংলাদেশে পরিবেশনা করবে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
Leave a Reply