সংবাদ শিরোনাম :
বেইজিং অলিম্পিক বয়কট করবে যুক্তরাষ্ট্র!

বেইজিং অলিম্পিক বয়কট করবে যুক্তরাষ্ট্র!

http://lokaloy24.com/
http://lokaloy24.com/

আগামী বছর চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত হতে যাওয়া শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কটের কথা চিন্তা করছে যুক্তরাষ্ট্র।

মেক্সিকো ও কানাডার নেতাদের সঙ্গে বৈঠকের আগে এ প্রসঙ্গে বাইডেন জানান, এমন সম্ভাবনার কথা চিন্তা করছে মার্কিন সরকার।

শুক্রবার (১৯ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি জানায়, শীতকালীন অলিম্পিক কূটনৈতিকভাবে বয়কটের অর্থ হবে যুক্তরাষ্ট্র ওই আয়োজনে উপস্থিত থাকতে কোনো কর্মকর্তা পাঠাবে না। চীন-মার্কিন সম্পর্ক নিয়ে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে ওয়াশিংটন।

এর আগে গত সোমবার প্রথমবারের মতো জো বাইডেন সরাসরি চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে আলোচনা করেন। তবে তিন ঘণ্টার ভার্চুয়াল ওই বৈঠকে চীন ও যুক্তরাষ্ট্রের নেতারা অলিম্পিক নিয়ে কোনো আলোচনা করেননি বলে জানিয়েছেন হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি ।

চীনে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর গণহত্যা এবং হংকংয়ের রাজনৈতিক স্বাধীনতা দমনে চীনের ভূমিকা নিয়ে আপত্তি রয়েছে যুক্তরাষ্ট্রের। চীন মানবাধিকার হরণ করছে- এমন অভিযোগ তুলে এর প্রতিবাদে আসন্ন অলিম্পিক কূটনৈতিক বয়কটের আহ্বান জানিয়ে আসছে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয় দলের আইন প্রণেতারাই। তবে এ কূটনৈতিক বয়কটে অ্যাথলেটরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন না।

আগামী চার ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে শীতকালীন অলিম্পিক ২০২২।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com