আন্তর্জাতিক ডেস্ক- পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোয় ভয়াবহ জঙ্গি হামলায় ৩৫ জন সাধারণ মানুষ মারা গেছেন। তাদের মধ্যে অধিকাংশ নারী। পরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে মারা যায় ৮০ জঙ্গি।
ব্রিটিশ গণমাধ্যম দ্য স্কাই নিজউ জানায়, গতকাল মঙ্গলবার উত্তর বুরকিনা ফাসো শহরের পাশে প্রতিবেশী দেশ মালি সীমান্ত ঘেষা সাহেল এলাকার আরবিন্দায় জিহাদি জঙ্গিরা মোটরবাইকে কয়েক ঘণ্টা ধরে তাণ্ডব চালায়। এরপর বিমান বাহিনীর সাহায্য নিয়ে সেনাবাহিনী আকাশ থেকে আক্রমণ করে তাদের হত্যা করে।
বিবিসি জানিয়েছে, ভূমি বেষ্টিত রাষ্ট্রটির প্রেসিডেন্ট রোচ মার্ক ক্রিশ্চিয়ান কাবোর দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। হামলার পেছনে কারা আছে, সেটি এখনো জানা যায়নি।
বুরকিনা ফাসোয় প্রায়ই এই ধরনের হামলা হয়। চলতি মাসের শুরুতে একটি গির্জায় বন্দুকধারীরা গুলি করে ১৪ জনকে মেরে ফেলে। জঙ্গি দমন করতে বুরকিনা ফাসোর সেনাবাহিনী ফ্রান্স এবং আমেরিকার থেকে প্রশিক্ষণ নিচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত তারা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।
Leave a Reply