বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে যুবদল ও স্বেচ্ছাসেবক দল। মঙ্গলবার কুমিল্লার আদালতে একটি মামলায় খালেদা জিয়ার জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে এ কর্মসূচি দেয়া হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে যুবদল দফতর থেকে জানানো হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার সারাদেশের জেলা ও মহানগরে এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছে।
এর আগে, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিএনপির ডাকা হরতাল-অবরোধের সময় পেট্রোল বোমায় যাত্রীবাহী বাসের ৮ ঘুমন্ত যাত্রী নিহতের ঘটনায় মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৪৯জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে জেলা ও দায়রা জজ আদালত।
Leave a Reply