স্টাফ রির্পোটার্ । যার বাড়িতে একটি লাইব্রেরি আছে, মানসিক ঐশ্বর্যের দিক দিয়ে সে অনেক বড়’।- হেনরিক ইবসেন এ বাণীকে ধারণ করে ‘বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল গণগ্রন্থাগার’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে বানিয়াচং মডেল প্রেসক্লাব।
এসময় উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ মোঃ আব্দাল মিয়া, দফতর সম্পাদক তানজিল হাসান সাগর, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন, শেখ শফিকুল ইসলাম, ইমতিয়াজ আহমেদ লিলু, শেখ মো : আলমগীর হোসেন ও শাহরিয়ার বিলাশ প্রমুখ। সভা শেষে সকল সদস্যদরে নিয়ে রাতের খাবারের আয়োজন করা হয়।
Leave a Reply