বিসিবির চাকরি ছেড়ে আবেগী বার্তা ফিজিও জুলিয়ানের

বিসিবির চাকরি ছেড়ে আবেগী বার্তা ফিজিও জুলিয়ানের

http://lokaloy24.com

অনেক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিবর্তনের আভাস। ফিল্ডিং কোচ রায়ান কুকের সঙ্গে চুক্তি নবায়ন করবে বলে ইতোমধ্যে জানিয়েছে বিসিবি। এবার নিজ থেকে দায়িত্ব ছাড়ছেন ফিজিও জুলিয়ান ক্যালফাতো। তিনি নিজেই বিসিবির সঙ্গে আর চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন।

এ কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে জানিয়েছেন জুলিয়ান। সেখানে বাংলাদেশে দায়িত্বে থাকা নিয়ে বেশ আবেগী বার্তাই দিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান।
২০১৯ সালে বাংলাদেশের ফিজিওর দায়িত্ব নেন ফিজিও জুলিয়ান ক্যালফাতো। তিনি লিখেছেন, ‘আমার ইনিংসটি সমাপ্ত হলো (এখনকার জন্য)। বিসিবির সঙ্গে চুক্তি শেষ হয়ে যাওয়ার পর আমি আর সেটা না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এই মহামারি চলাকালীন আন্তর্জাতিক ভ্রমণকারী ক্রিকেট ফিজিওথেরাপিস্ট হিসেবে কাজ চালিয়ে যাওয়া, আমাদের দলের সঙ্গী এবং খেলোয়াড়দের জন্য সীমাবদ্ধ জৈব সুরক্ষা বলয়ের জীবন। কোয়ারেন্টাইন ও ভ্রমণের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে নেওয়া অবশ্যই একটি চ্যালেঞ্জ ছিল।’

তিনি আরও লিখেন, ‘আমার নাক এখনো ব্যথা করছে গত ১৮ মাসে করা ১০০ এর বেশি করোনা টেস্ট করানোর পর। তবুও গুরুত্বপূর্ণ ব্যক্তিগত শিক্ষা ও স্থিতিশীলতা শিখেছি। তাই বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই এমন একটি সুযোগ আমাকে করে দেওয়ার জন্য। এই যাত্রায় আমার দলের সঙ্গীদের সঙ্গেও তৈরি হয়েছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।’

‘আমার জন্য ক্রিকেটের কিছু হাইলাইট আছে। ভারতে দিবা-রাত্রির টেস্ট গোলাপি বলে, সেটাও গ্যালারিভর্তি দর্শকের সামনে। দর্শকদের অবিরত চিৎকার এখনও আমার মাথায় ঘোরে। অবশ্যই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় ইতিহাসে প্রথমবার, এটাও গর্বের।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com