ক্রীড়া ডেস্ক: ইনজুরির কারণে বিপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন স্টিভেন স্মিথ। কনুইয়ের চোটে এবার তার সঙ্গে অস্ট্রেলিয়ায় ফিরে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। চোটের কারণে এসব বড় তারকা বিপিএল ছাড়লেও এবার আসর মাতাতে ঢাকায় এসেছেন এবি ডি ভিলিয়ার্স।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকায় এসে পৌঁছেছেন রংপুর রাইডার্সের তারকা ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স। সেখানে কিছু আনুষ্ঠানিকতা সেরে সিলেটের উদ্দেশে রওনা দেন দক্ষিণ আফ্রিকার এই বিস্ফোরক ব্যাটসম্যান। লিগ পর্বে শেষ ৬ ম্যাচ খেলতে রংপুরের সঙ্গে যুক্ত হয়েছেন প্রোটিয়া এ তারকা।
বিপিএলের অন্যতম আকর্ষণ ‘৩৬০ ডিগ্রি’ খ্যাত ডি ভিলিয়ার্স। রংপুর তাকে দলে নেওয়ার পর থেকেই দেশের ক্রিকেট ভক্তদের মধ্যে তুমুল আগ্রহ তৈরি হয়েছে।রংপুরের হয়ে লিগের শেষ ৬ ম্যাচ খেলতে চুক্তিবদ্ধ হয়েছেন ডি ভিলিয়ার্স। রংপুর প্লে অফে উঠলে তার সঙ্গে চুক্তি বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকছে।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর বর্তমানে খারাপ সময় কাটাচ্ছে বিপিএলে। ৬ ম্যাচ শেষে মাত্র ২ জয়ে টেবিলের পাঁচ নম্বরে বর্তমান চ্যাম্পিয়নরা। শিরোপার আশা ধরে রাখতে হলে লিগের বাকি ম্যাচ জেতার বিকল্প নেই মাশরাফি মুর্তজাদের সামনে। গেইল-ডি ভিলিয়ার্সরা মিলে এবার রংপুরের ভাগ্য ফেরাবেন এমনটাই প্রত্যাশ দলটির সমর্থকদের।
সিলেট পর্বে আগামী শনিবার সিলেট সিক্সার্সের বিপক্ষে পরের ম্যাচ খেলবে রংপুর। এ ম্যাচ দিয়ে বিপিএলে অভিষেক হতে যাচ্ছে ডানহাতি এ ব্যাটসম্যান।
Leave a Reply