সংবাদ শিরোনাম :
বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ লাইন থেকে পড়ে আনসার সদস্যের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে পুলিশ লাইন থেকে পড়ে আনসার সদস্যের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে গাছ থেকে পড়ে আনসার সদস্যের মৃত্যু

 

মোঃ সনজব আলীঃ হবিগঞ্জে ডাল কাটতে গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বিল্লাল হুসেন নামে এক আনসার সদস্যের (বিশেষ) মৃত্যু হয়েছে।
বিএনপির অপমৃত্যু ঘটবে: কাদের
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু
বাহরাইনের প্রধানমন্ত্রীর মৃত্যুতে কাল বাংলাদেশে রাষ্ট্রীয় শোক‌।

সোমবার বিকেলে হবিগঞ্জ পুলিশ লাইনে ভেতরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত বিল্লাল হুসেন (৪০) কুষ্টিয়া জেলার বাসিন্দা। দীর্ঘ ১০ বছর ধরে তিনি হবিগঞ্জ পুলিশ লাইনের বাগান পরিচর্যা ও টুকটাক কাজে নিয়োজিত ছিলেন।

হবিগঞ্জ সদর থানার উপ পরিদর্শক (এসআই) মো. সাইদুর রহমান জানান, বিল্লাল হুসেন সকাল থেকেই পুলিশ লাইনের ভেতরে গাছের ডাল কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত সে বিদ্যুতের তারের সাথে জড়িয়ে গাছের ওপর থেকে ছিটকে নিচে পড়ে যায়।

গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. পলাশ চন্দ্র দেবনাথ বিল্লালকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনার খবর পেয়ে সদর হাসপাতালে ছুটে যান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ উল্ল্যা, মোঃ রবিউল ইসলাম,। তিনি বলেন, পুলিশ লাইনে একটি জানাজা নামাজ ও দোয়া শেষে।

তাহার দেশের বাড়িতে পাঠানো হবে ঘটনাটি খুবই মর্মান্তিক। পুলিশের পক্ষ থেকে বিল্লাল হুসেনের পরিবারকে সহায়তা করা হবে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com