বিনোদন ডেস্ক- ইতিমধ্যে দুটি বিয়ে করে ফেলেছেন কলকাতার সুপারহিট নায়িকাদের অন্যতম শ্রাবন্তী চট্টোপাধ্যায়। একটি সংসারেও থিতু হতে পারেননি। ডিভোর্স নিয়েছেন দুই স্বামীর কাছ থেকেই। তার দ্বিতীয় স্বামী মডেল কৃষেণ ব্রজের সঙ্গে পাকাপাকি বিবাহবিচ্ছেদের মাসও গড়ায়নি।
এক বছরেরও বেশি সময় আলাদা থাকার পর চলতি মাসের ১৫ জানুয়ারি আদালতে বিবাহবিচ্ছেদের আবেদন করেন শ্রাবন্তী। ব্যাস, কেল্লাফতে। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে, আবার নাকি প্রেমে পড়েছেন ওপার বাংলার এই মিষ্টি নায়িকা।
কথায় বলে, যা রটে তার কিছু হলেও ঘটে। এবার যে সুপুরুষকে ঘিরে শ্রাবন্তীকে নিয়ে গুঞ্জন, তিনি একটি বেসরকারি এয়ারলাইন কোম্পানির কেবিন ক্রু সুপারভাইজার। নাম রোশন সিং। পার্ক সার্কাস এলাকার পাঞ্জাবি পরিবারের ছেলে রোশন ঘনিষ্ঠ মহলে মন্টি নামে পরিচিত। এই নয়া প্রেমিকের সঙ্গে শ্রাবন্তীর পরিচয় তার ভগ্নিপতির মাধ্যমে। চার মাস আগের সেই হাই হ্যালো নাকি অনেক গভীরে পৌছে গেছে। প্রায় একসঙ্গে নৈশভোজে যান তারা। রোশনের বাড়িতেও শ্রাবন্তীর নিয়মিত যাতায়াত। শ্রাবন্তীর একমাত্র ছেলে ঝিনুকেরও নাকি রোশনকে দারুণ পছন্দ।
জল যে অনেক দূর গড়িয়েছে সেটা স্বীকার করেছেন অভিনেত্রী শ্রাবন্তীর ঘনিষ্ঠজনেরাও। সুযোগ পেলেই নাকি তাদের কাছে রোশনের প্রশংসা করেন নায়িকা। বলেন, রোশন মানুষ হিসেবে অত্যন্ত ভালো। এছাড়া বাকি সবকিছু গোপন রেখেছেন রোশন-শ্রাবন্তী দুজনই। কবুল করছেন না কিছু। জল খাচ্ছেন ডুবে ডুবে। এসব দেখে টলিউডের অন্দরে ফিসফাস, তবে কি তৃতীয় বিয়ের পথে শ্রাবন্তী? এই প্রশ্নের উত্তর মিলবে সময় হলে। নায়িকা এবার বুঝেশুনে পা ফেলছেন। কারণ বার বার সম্পর্কের টানাপোড়নে তার ক্যারিয়ারের বেশ ক্ষতি হয়েছে। তাই নতুন করে নিজের পোর্টফোলিও বানাচ্ছেন।
ভারতীয় বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্ম ১৯৮৭ সালে। ১৯৯৭ সালে মায়ার বাঁধন চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিনয় জগতে পা রাখেন। ২০০৩ সালে চ্যাম্পিয়ন ছবির মাধ্যমে আলোচনায় আসেন তিনি। এরপর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
২০০৩ সালে পরিচালক রাজিব বিশ্বাসকে বিয়ে করেন। সেই সংসারে ঝিনুক নামে এক ছেলে রয়েছে এই যুগলের। তবে সেই সংসার বেশি দিন টেকেনি। এরপর আবার কৃষ্ণ ব্রজ নামে এক সুপার মডেলকে বিয়ে করলেও সে সংসারও বেশিদিন টেকেনি।
Leave a Reply