লোকালয় ডেস্ক : বাংলাদেশ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি শাবান মাহমুদ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর নির্বাচনে মহাসচিব নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১৯৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাকারিয়া কাজল (সরাসরি) পেয়েছেন ৭০০ ভোট।
তবে সভাপতি পদের ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে কমিটি সদস্য রফিকুল ইসলাম রতন রাত সাড়ে ৯টায় এ ফলাফল ঘোষণা করেন।
অন্যান্য পদে নির্বাচিতরা হলেন
কোষাধ্যক্ষ: নাগরিক টিভির দীপ আজাদ।
দফতর সম্পাদক: বাসস’র বরুন ভৌমিক নয়ন।
সহ-সভাপতি: সৈয়দ ইশতিয়াক রেজা (ঢাকা), রিয়াজ হায়দার চৌধুরী (চট্টগ্রাম), মামুন-অর-রশিদ (রাজশাহী) ও মনতোষ বসু (খুলনা)।
যুগ্ম-মহাসচিব: আবদুল মজিদ (ঢাকা), কাজী মহসিন (চট্টগ্রাম) ও জি এম সজল (রাজশাহী)।
নির্বাহী সদস্য: ঢাকা- শেখ মামুনুর রশীদ, নূরে জান্নাত আখতার সীমা, সেবীকা রানী ও খায়রুজ্জামান কামাল; চট্টগ্রাম- রুবেল খান ও আজহার মাহমুদ; রাজশাহী- আনু মোস্তফা ও জাবীদ অপু এবং খুলনা- সাঈয়েদুজ্জামান সম্রাট ও এসএম ফরিদ রানা।
সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৫টায় শেষ হয়। ঢাকায় ৩ হাজার ২৪৯ ভোটারের মধ্যে ১ হাজার ৯১৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, যশোর, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কক্সবাজার, কুষ্টিয়া ও বগুড়ার ভোটাররাও তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
Leave a Reply