লোকালয় ডেস্কঃ বিএনপি ২৫০-এর বেশি অধিক আসন পাবে মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সরকার নেতাকর্মীদের নামে রাজনৈতিক মামলা দিয়ে বিএনপিকে চিরতরে রাজনীতি থেকে বিদায় করার পরিকল্পনা নিয়েছে। সরকার যদি জনপ্রিয় হয়ে থাকে, যদি দেশের উন্নয়ন করে থাকে তাহলে নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারের ভয় পায় কিসের?
আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে তারেক একাডেমি আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জয়নুল আবদিন ফারুক।
তিনি আরও বলেন, ভয় একটাই দেশে যদি সুষ্ঠু নির্বাচন হয়, সেই নির্বাচনে বিএনপি যদি অংশগ্রহণ করে আর জনগণ যদি ভোট দিতে পারে তাহলে বিএনপি ২৫০-এর বেশি অধিক আসন পাবে। এখন প্রশ্ন একটাই ২০১৮ সালে কি সংসদ নির্বাচন হবে? জনগণ কি ভোট দিতে পারবে?
এ সময় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, আলমগীর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
Leave a Reply