বানিয়াচং (হবিগঞ্জ): হবিগঞ্জের বানিয়াচঙ্গে বিষধর সাপের ধংশনে আশরাফুল ইসলাম (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
সে উপজেলা সদরের জাতুকর্নপাড়া চান্দের মহল্লার আব্দুর রহমানের ছেলে।
সূত্র জানায়, রবিবার দিবাগত রাত্রে শুটকী নদী সংলগ্ন বড় গুইল্লা হাওড়ে ৪/৫জন মিলে মাছ ধরতে ( আল্লুয়া মারতে) যায়। এ সময় পায়ে কী যেন একটি কামড় দিয়েছে টের পায় আশরাফুল। তাতে সে কর্ণপাত করেনি। যতই সময় যায় তাতে তার শরীরে বিষ বিস্তৃতি ঘটতে থাকে।
এ ঘটনাটি সাথীদের জানালে তারা মাছ ধরা বাদ দিয়ে আশরাফুলকে নিয়ে বাড়িতে ফেরে। এরই মধ্যে সে ঢলে পড়ে। রোববার দিনগত গভীর রাতেই উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply