ম্যাচের এক মুহূর্তে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশের ক্রিকেটাররা
ছবি: শামসুল হক
১২ / ২০
ম্যাচের উত্তেজনার এক মুহূর্ত। মিচেল মার্শের সঙ্গে কথা কাটাকাটি হয় বাংলাদেশের ক্রিকেটারদের। মাঠের আম্পায়ারের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়
১৩ / ২০
ফিল্ডিংয়ে একটি ক্যাচ ছাড়েন শরীফুল ইসলাম। পরে বোলিংয়ে এসে ফিরেছেন ময়জেস হেনরিকেসকে। দারুণ বল করেছেন বাংলাদেশের এ পেসার। হেনরিকেসকে ফিরিয়ে সতীর্থদের সঙ্গে উদযাপন শরীফুলের
ছবি: শামসুল হক
১৪ / ২০
৫১ রান করে গলার কাঁটা হয়ে থাকা মিচেল মার্শকেও তুলে নেন শরীফুল। এমন উল্লাস তাঁকেই মানায়
ছবি: শামসুল হক
১৫ / ২০
জয়ের পর সতীর্থ এবং কোচিং স্টাফদের আনন্দের মধ্যমণি মোস্তাফিজুর রহমান। কোনো উইকেট না পেলেও ৪ ওভারে ৯ রান দিয়ে বাংলাদেশের জয়ে অসাধারণ ভূমিকা রাখেন এ পেসার
ছবি: শামসুল হক
১৬ / ২০
দারুণ বল করায় ম্যাচের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ এর পুরষ্কার হাতে মোস্তাফিজ
Leave a Reply