প্রস্তুত নতুন মন্ত্রিসভার শপথ মঞ্চ, করা হয়েছে আপ্যায়নের ব্যবস্থা

প্রস্তুত নতুন মন্ত্রিসভার শপথ মঞ্চ, করা হয়েছে আপ্যায়নের ব্যবস্থা

প্রস্তুত নতুন মন্ত্রিসভার শপথ মঞ্চ, করা হয়েছে আপ্যায়নের ব্যবস্থা
প্রস্তুত নতুন মন্ত্রিসভার শপথ মঞ্চ, করা হয়েছে আপ্যায়নের ব্যবস্থা

লোকালয় ডেস্ক: নতুন মন্ত্রিসভার শপথের জন্য বঙ্গভবনে প্রস্তুতি প্রায় শেষ। সাজানো হয়েছে বঙ্গভবন। ফুল দিয়ে সাজানো হয়েছে দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ মঞ্চ। আর শপথ নেওয়ার সুবিধার জন্য বসানো হয়েছে মাইক স্ট্যান্ড। রাষ্ট্রপতি আবদুল হামিদ ৭ জানুয়ারি সোমবার বিকাল সাড়ে ৩টায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন।

নিয়ম অনুযায়ী প্রথমে প্রধানমন্ত্রী এবং পর্যায়ক্রমে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রীরা শপথ নেবেন। আর শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি রোববার সংবাদ সম্মেলনের মাধ্যমে ৪৭ সদস্যের নতুন মন্ত্রিসভার নাম এবং দপ্তর জানিয়েছেন। এবার রেওয়াজের বাইরে গিয়ে শপথের আগে মন্ত্রীদের তালিকা প্রকাশ ছিল বড় চমক।

আজ শপথের মধ্য দিয়েই টানা তৃতীয়বারের মতো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে আওয়ামী লীগ। আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চতুর্থ মেয়াদে বাংলাদেশের সরকারপ্রধানের দায়িত্ব নিয়ে গড়তে যাচ্ছেন ইতিহাস।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, শপথের সব প্রস্তুতিই ইতোমধ্যে নেওয়া হয়েছে। যথাসময়ে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ পড়ানো হবে।

শপথ অনুষ্ঠানের জন্য দরবার হলে এক হাজারের মত অতিথির বসার ব্যবস্থা হয়েছে। সামনের সারির চেয়ারগুলোতে যারা বসবেন তাদের নামের ট্যাগ ইতোমধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে।

দরবার হলে মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ মঞ্চ সাজানো হয়েছে ফুল দিয়ে। একসঙ্গে শপথ নেওয়ার সুবিধার জন্য বসানো হয়েছে মাইক স্ট্যান্ড। শপথ অনুষ্ঠান শেষে বঙ্গভবনের মাঠে থাকছে আপ্যায়নের ব্যবস্থা।

এর আগে গত বৃহস্পতিবার শপথ নিয়েছেন একাদশ জাতীয় সংসদের নবনির্বাচিত এমপিরা। ওই দিন ১১টায় বিধি মোতাবেক দশম সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাদের শপথ পাঠ করান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com