সংবাদ শিরোনাম :
প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি, ঘটবেও না: শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি, ঘটবেও না: শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি, ঘটবেও না: শিক্ষামন্ত্রী
প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি, ঘটবেও না: শিক্ষামন্ত্রী

ঢাকা- এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের কোন ঘটনা ঘটেনি এবং ঘটবেও না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সচেতন রয়েছে বলেও জানান তিনি।

জেএসসি-জেডিসি পরীক্ষা শুরুর ঠিক আগে শনিবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা পিএম পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজকেন্দ্র পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।

দীপু মনি বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটনাকারীদের বিষয় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। প্রশ্নফাঁস হচ্ছে না, তবু প্রশ্ন ফাঁস হচ্ছে বলে গুজব রটনা করা হচ্ছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

অভিভাবকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আপনাদের সন্তানদের পরীক্ষা কেন্দ্রে ভালো প্রস্তুতি নিয়ে পাঠাবেন। তাহলে মেধা অনুযায়ী তাদের ফল আসবে। আপনারা যদি সন্তানের ভালো ফলাফলের জন্য অনৈতিক পদ্ধতি অবলম্বন করেন তবে তাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে।

পরীক্ষা চলার সময় কোচিং সেন্টার পরিচালনাকারী শিক্ষকদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “পরীক্ষা চলাকালীন সময় সব ধরনের কোচিং বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। মিডিয়া সহযোগিতা করছে কোচিংয়ের বিরুদ্ধে। অথচ তাদের ওপর হামলা হয়েছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোচিং পরিচালনাকারী শিক্ষকদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com