অনলাইন ডেস্ক: নাটোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে জমি কিনেছেন স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস। বড়াইগ্রাম উপজেলায় রয়নাভরট হাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সাড়ে ছয় শতক জমি কেনা হয়েছে। স্থানীয় আব্দুর রহিম, রোজিনা খাতুন ও মাসুদ পারভেজ রুবেলের থেকে ১৩ লাখ টাকায় জমিটি কেনা হয়।
সোমবার লক্ষীকোল সাব রেজিষ্ট্রি অফিসে রেজিষ্ট্রি করা এই দলিলে জমির গ্রহীতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার নাম এবং পাসপোর্ট সাইজের রঙ্গীন ছবি ব্যবহার করা হয়েছে। এসময় সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসসহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা মান্নান, আওয়ামী লীগ নেতা শাবান মাহমুদ, সাইফুল ইসলাম, স্থানীয় ছাত্রলীগ নেতা ইলিয়াস পারভেজ ও মাসুম পারভেজ রুবেল প্রমুখ উপস্থিত ছিলেন।
এমপি আব্দুল কুদ্দুস জানান, বড়াইগ্রামে উপজেলা আওয়ামী লীগের স্থায়ী অফিস করার জন্যই জমিটি দলীয় সভানেত্রী শেখ হাসিনার নামে দেখানো হয়েছে।
Leave a Reply