সংবাদ শিরোনাম :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবীগঞ্জে তাহসিন হত্যার প্রধান আসামী মান্না গ্রেফতার পৈলারকান্দির ফেরেঙ্গীটিলা গ্রামে ১৪৪ ধারা অমান্য করে জায়গা দখলের পায়তারা
প্রথম শতককেই দ্বিশতক বানালেন তৌহিদ ক্রীড়া প্রতিবেদক ঢাকা

প্রথম শতককেই দ্বিশতক বানালেন তৌহিদ ক্রীড়া প্রতিবেদক ঢাকা

http://lokaloy24.com
http://lokaloy24.com

গের দিন ১৫৯ রানে অপরাজিত ছিলেন তৌহিদ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সকালের সেশনেই ৩৭৪ বলে ১৫টি চার ও ৩টি ছয়ের মারে দ্বিশতক স্পর্শ করেন তিনি।

এরপর ৩৮৭ বল খেলে ২১৭ রানে থামে তৌহিদের ম্যারাথন ইনিংস। ১৬টি চারের সঙ্গে ৪টি ছক্কায় সেজেছে তৌহিদের ইনিংস। বাঁহাতি স্পিনার সানজামুল ইসলামের বলে উত্তরাঞ্চলের অধিনায়ক মার্শাল আইয়ুবের হাতে ক্যাচ তোলেন তিনি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তৌহিদ হৃদয়

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তৌহিদ হৃদয়
ফাইল ছবি: ফেসবুক

ম্যাচে এর আগে ব্যাটিং করে নিজেদের প্রথম ইনিংসে নাঈম ইসলামের শতকে ৩৮৫ রান করে উত্তরাঞ্চল। দক্ষিণাঞ্চল তাদের প্রথম ইনিংসে এখন পর্যন্ত ১০৪ রানে এগিয়ে আছে। তৌহিদ ছাড়াও দক্ষিণাঞ্চলের হয়ে শতক করেছেন অমিত হাসান। ১৩১ রান করে আউট হন তিনি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের এই তরুণ ব্যাটসম্যান কদিন আগেই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতি ক্যাম্পে ছিলেন। তবে মূল দলে জায়গা হয়নি। আজ দ্বিশতকের মাধ্যমে নতুন করে আলোচনায় এলেন তিনি।

প্রথম শ্রেণির ক্রিকেটে অবশ্য দৌহিদের রেকর্ড আহামরি কিছু নয়। এর আগের ৮টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে অর্ধশতক করেছেন মাত্র ৪টি, ৩২ গড়ে ৩৬১ রান করেছেন তিনি। কে জানে, হয়তো এখন পর্যন্ত ক্যারিয়ার–সেরা ২১৭ রানের ইনিংসটিই হয়তো তৌহিদের ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com