সংবাদ শিরোনাম :
প্রথমবার র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচে মুস্তাফিজ

প্রথমবার র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচে মুস্তাফিজ

প্রথমবার র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচে মুস্তাফিজ
প্রথমবার র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচে মুস্তাফিজ

লোকালয় ডেস্কঃ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো পারফরম্যান্সের পুরস্কার পেলেন মুস্তাফিজুর রহমান। প্রথমবারের মতো আইসিসি ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে সেরা পাঁচে উঠে এসেছে বাংলাদেশের বাঁহাতি পেসার।

২৩ বছর বয়সি এই পেসার তিন ম্যাচের সিরিজে নেন ৫ উইকেট। র‍্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ এগিয়ে তিনি আছেন ঠিক পাঁচে। এই সিরিজ থেকে ২৪ পয়েন্ট পেয়ে তার মোট পয়েন্ট হয়েছে এখন ৬৯৫। চারে থাকা দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদার (৭০২) চেয়ে মুস্তাফিজ মাত্র ৭ পয়েন্ট পিছিয়ে আছেন।

ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে উঠে এসেছেন সিরিজে ৬ পয়েন্ট নেওয়া মেহেদী হাসান মিরাজও। এই অফ স্পিনার ১৯ ধাপ এগিয়ে ২৮তম স্থানে আছেন। মিরাজের সঙ্গে যৌথভাবে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি মাশরাফি বিন মুর্তজা ১০ ধাপ এগিয়ে ২৩তম স্থানে আছেন।

অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন সাকিব আল হাসান। বাঁহাতি এই স্পিন অলরাউন্ডার সিরিজে ব্যাট হাতে ৯৫ রান করার পাশাপাশি বোলিংয়ে নেন ৩ উইকেট। শীর্ষে থাকা আফগানিস্তানের রশিদ খানের সঙ্গে সাকিবের ব্যবধান মাত্র এক পয়েন্টের; রশিদের ৩৫৩, সাকিবের ৩৫২ পয়েন্ট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com