সংবাদ শিরোনাম :
‘পাকিস্তান থেকে সন্ত্রাসী হামলা চালাতে দেওয়া হবে না’

‘পাকিস্তান থেকে সন্ত্রাসী হামলা চালাতে দেওয়া হবে না’

‘পাকিস্তান থেকে সন্ত্রাসী হামলা চালাতে দেওয়া হবে না’
‘পাকিস্তান থেকে সন্ত্রাসী হামলা চালাতে দেওয়া হবে না’

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের মাটি থেকে কোনো জঙ্গি গোষ্ঠী পরিচালনা ও তাদেরকে বিদেশে হামলা চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের দক্ষিণাঞ্চলে এক সমাবেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।

ইমরান খান বলেছেন, ‘বাইরে সন্ত্রাসবাদের জন্য এ সরকার পাকিস্তানের মাটি ব্যবহার হতে দেবে না। আমরা আমাদের দেশে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে তাদের কার্যক্রম চালাতে দেব না।’

ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মুখে পাকিস্তান সম্প্রতি জঙ্গি সংগঠনগুলোর বিরুদ্ধে দমনাভিযান শুরু করেছে। গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় নিরাপত্তা বাহিনীর ৪০ সদস্য নিহত হয়। পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জইশ- ই-মোহাম্মদ এ হামলার দায় স্বীকার করেছে। এরপরই পাকিস্তান সন্ত্রাসী দমনাভিযান শুরু করেছে।

সোমবার পাকিস্তান সন্ত্রাসবাদ দমন অভিযানের ঘোষণা দিয়ে  বৃহস্পতিবার নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী গোষ্ঠীগুলো পরিচালিত ১৮২ টি মাদ্রাসা বন্ধ করেছে। এছাড়া ১২০ জনেরও বেশি লোককে আটক করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com