পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। সোমবার (২৯ জুলাই) গভীর রাতে রাওলপিন্ডির শহরের একটি আবাসিক এলাকায় সামরিক বাহিনীর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন বেসামরিক লোক। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। উদ্ধার কাজের তদারকিতে নিয়োজিত কর্মকর্তা ফারুক বাট গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন। খবর গাল্ফ নিউজের।
সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, প্রশিক্ষণ বিমানটিতে পাঁচজন ক্রু ছিলেন। তাদের সবাই নিহত হয়েছেন।
এছাড়া, যে বাড়ির ছাদে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে ১২ জন বেসামরিক লোকও নিহত হয়েছেন।
তবে, বিধ্বস্ত ছোট ওই প্রশিক্ষণ বিমানটি কোন মডেলের ছিল তা জানা যায়নি।
Leave a Reply