পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ

পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ

http://lokaloy24.com
http://lokaloy24.com

লোকালয় ডেস্ক:পাকিস্তানে নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ ও নির্যাতন করার অভিযোগ উঠেছে। অবশ্য পরে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ছেড়ে দেয়। হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন। এ ঘটনাকে ‘অমানবিক আক্রমণ’ বলে নিন্দা জানিয়েছেন আফগান রাষ্ট্রদূত নাজিব আলিখিল। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, আফগান রাষ্ট্রদূত নাজিব আলিখিলের মেয়ের নাম সিলসিলা আলিখিল। গত শুক্রবার (১৬ জুলাই) ইসলামাবাদে বাড়ি ফেরার সময় তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ উঠেছে। কয়েক ঘণ্টা আটকে রেখে নির্যাতন করার পর দুর্বৃত্তরা তাকে ছেড়ে দেয় বলেও জানানো হয়েছে।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অপহরণের পর সিলসিলা আলিখিলকে ব্যাপক নির্যাতন করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ দায়ের করা হচ্ছে। অন্যদিকে, পাকিস্তানি কর্মকর্তারাও এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তারা জানান, ইসলামাবাদে ভ্রমণের সময় সিলসিলা আলিখিলের গাড়িতে জোরপূর্বক উঠে পড়ে অজ্ঞাত দুর্বৃত্তরা এবং তাকে গাড়ির মধ্যেই পেটানো হয়। পরে অপহরণকারীদের কাছ থেকে তিনি ছাড়া পান। হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার পরপরই আফগান রাষ্ট্রদূতের সার্বিক নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ জানান, অপরাধীদের দ্রুত আটকের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com