সংবাদ শিরোনাম :
পদত্যাগ করতে যাচ্ছেন রাহুল গান্ধী

পদত্যাগ করতে যাচ্ছেন রাহুল গান্ধী

পদত্যাগ করতে যাচ্ছেন রাহুল গান্ধী
পদত্যাগ করতে যাচ্ছেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : পদত্যাগ করতে যাচ্ছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। শনিবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে তিনি এ পদত্যাগের ঘোষণা দিতে পারেন। শুক্রবার কংগ্রেসের দলীয় সূত্রের বরাত দিয়ে এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

জাতীয় নির্বাচনে এ নিয়ে দুবার  কংগ্রেসের ভরাডুবি হয়েছে। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছে ৩৫০টি আসন। আর  কংগ্রেস পেয়েছে মাত্র ৯২টি আসন। কংগ্রেসের ঘাঁটি হিসেবে খ্যাত অমেঠিতে আসন খুঁইয়েছেন দলীয় সভাপতি রাহুল।  গান্ধী পরিবারের এই দুর্গে রাহুলকে প্রায় ৫৬ হাজার ভোটে হারিয়ে দিয়েছেন বিজেপির স্মৃতি ইরানি।

পরাজয়ের খবর আসনার পর কংগ্রেসের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। রাজ বাব্বারসহ তিন রাজ্যপ্রধান রাহুল গান্ধীর কাছে তাদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। দলের কর্নাটক রাজ্যের নির্বাচনী প্রচার ব্যবস্থাপক এইচ কে পাতিল এবং ওড়িষার প্রধান নিরঞ্জন পাতনায়েক রয়েছেন পদত্যাগকারীদের মধ্যে। এই দুটি রাজ্যে কংগ্রেস তাদের সম্পূর্ণ অবস্থান হারিয়েছেন।

উত্তর প্রদেশেও কংগ্রেস গো-হারা হেরেছে। রাহুলের বোন এবং দলের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর জোর প্রচারণা সত্ত্বেও কংগ্রেস অবস্থান ধরে রাখতে পারেনি। রাজ্যের রায়বেরেলিতে কেবল সোনিয়া গান্ধীর আসনটি টিকে গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com