কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।
মঙ্গলবার সকাল ১০টায় জেলা বিএনপির সভাপতি আলতাফ হোসেন চৌধুরীর বাসার সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হলে নেতাকর্মীদের সেখানে প্রবেশ করতে দেয়নি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।
পরে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন জেলা বিএনপি সভাপতি আলতাফ হোসেন চৌধুরী।
লিখিত বক্তব্যে তিনি সাংবাদিকদের বলেন, তার বাসার সামনে অঘোষিত ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোন নেতাকর্মীদের তার সাথে দেখা করতে দেয়া হচ্ছে না। এসময় বিএনপি চেয়ারপারসনের নামে মিথ্যা মামলায়ে সাজা দেয়ার প্রতিবাদ জানিয়ে তার মুক্তির দাবি জানানো হয়। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
Leave a Reply