নড়াইল প্রতিনিধিঃ নড়াইলের কালিয়ায় শতাধিক জালদলিল, স্ট্যাম্প, জালপরচা, দাখিলা বই, নামপত্তনের কাগজ ও সিলসহ প্রতারক ফুল মিয়াকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ জুন) দুপুরে তার নামে কালিয়া থানায় মামলা হয়েছে। এর আগে রোববার (৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে কালিয়া উপজেলার রামনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। রামনগর গ্রামের রোকন উদ্দিনের ছেলে ফুল মিয়া দীর্ঘ ধরে এলাকার মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলো।
কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী জানান, ফুল মিয়ার কাছ থেকে শতাধিক জালদলিল, স্ট্যাম্প, জালপরচা, দাখিলা বই, নামপত্তনের কাগজসহ বিভিন্ন সরকারি অফিসপ্রধানের একাধিক সিল উদ্ধার করা হয়েছে। তিনি (ফুল মিয়া) অস্তিত্বহীন দলিল তৈরি করে ভুয়া ব্যক্তিদের দাতা সাজিয়ে প্রতারণা করে আসছিলো। কালিয়া থানার ওসি শেখ শমসের আলী জানান, ফুল মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply