সংবাদ শিরোনাম :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবীগঞ্জে তাহসিন হত্যার প্রধান আসামী মান্না গ্রেফতার পৈলারকান্দির ফেরেঙ্গীটিলা গ্রামে ১৪৪ ধারা অমান্য করে জায়গা দখলের পায়তারা
নবীগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

নবীগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

নবীগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ
নবীগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ

নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। সুত্রে জানা যায়, হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হকের বিরুদ্ধে ২০১৮-১৯ অর্থ বছরের বরাদ্দকৃত বড় মেরামত কাজের ২ লক্ষ টাকার মধ্যে প্রায় ১ লক্ষ টাকা দিয়ে বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নের কাজ করে বাকি ১ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠে। এছাড়াও স্লীপের বরাদ্দকৃত ৭০ হাজার টাকা ও প্রাক-প্রাথমিকের ১০ হাজার টাকা তিনি কৌশলে আত্মসাৎ করেছেন। এ নিয়ে সচেতন মহলসহ স্থানীয়দের মধ্যে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ লেচু মিয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান স্লীপের বরাদ্দকৃত ৭০ হাজার টাকা ও প্রাক-প্রাথমিকের ১০ হাজার টাকা মিলিয়ে মোট ৮০ হাজার টাকার হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হকের কাছে জমা রয়েছে এছাড়া বিদ্যালয়ের উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন উন্নয়ন কাজে কিছুটা অনিয়ম হয়েছে বলে আমি শুনেছি। এ ব্যাপারে হোসেনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান বিদ্যালয়ের উন্নয়ন কাজ শেষে তার নিকট প্রায় ৩৫ থেকে ৪০ হাজার মজুদ রয়েছে। এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করে এ বিষয়ে কোন বক্তব্য দিতে নারাজ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com