অনলাইন ডেস্ক: সরকারি হলো আরও পাঁচ কলেজ। এনিয়ে দেশে এখন সরকারি কলেজ ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৩টি।
সোমবার এক আদেশে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জানায়, রাজশাহীর বানেশ্বর কলেজ, রাজবাড়ীর বালিয়াকান্দি কলেজ, বাগেরহাটের শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রি কলেজ এবং দিনাজপুরের কাহারোল ডিগ্রি কলেজ ও পাকেরহাট ডিগ্রি কলেজকে সরকারি করা হয়েছে।
এর আগে গত ১২ আগস্ট ২৭১টি কলেজকে সরকারি করে আদেশ জারি করে সরকার। সরকারিকৃত কলেজ শিক্ষক ও কর্মচারী আত্তীকরণ বিধিমালা ২০১৮ অনুযায়ী গত ২৫ অগাস্ট থেকে পাঁচটি কলেজকে সরকারি করা হয়েছে।
২০১৬ সাল থেকে বেসরকারি কলেজকে জাতীয়করণের জন্য তালিকাভুক্তির কাজ শুরু করে সরকার। যাচাই-বাছাই শেষে প্রধানমন্ত্রীর অনুমোদনের পর প্রথম দফায় ২৭১টি কলেজ এবং দ্বিতীয় দফায় পাঁচটি কলেজকে জাতীয়করণ করা হল। এসব কলেজে প্রায় ১০ হাজার শিক্ষক রয়েছেন।
Leave a Reply