সংবাদ শিরোনাম :
১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জে কর্মবিরতি অস্তিত্ব সংকটে পড়েছে হবিগঞ্জের অধিকাংশ নদ নদী শায়েস্তাগঞ্জে মালবাহী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজাসহ সুজাতপুরের যুবক আটক নতুন আঙ্গিকে ও নতুন সময়ে একুশে সংবাদ সিলেটি শিক্ষার্থীদের ইংল্যান্ডে পড়তে যেতে হলে যা জানতে হবে ড্রোন ধ্বংস করল ইরান, নিরাপদে আছে ইসফাহানের পারমাণবিক স্থাপনা হাফিজা-দিদার ফাউন্ডেশনের উদ্যোগে দরিদ্র অসহায় লোকের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ নবীগঞ্জে তাহসিন হত্যার প্রধান আসামী মান্না গ্রেফতার পৈলারকান্দির ফেরেঙ্গীটিলা গ্রামে ১৪৪ ধারা অমান্য করে জায়গা দখলের পায়তারা
দেশ বিদেশের মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন নবীগঞ্জের এসিল্যান্ড উত্তম কুমার দাস

দেশ বিদেশের মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন নবীগঞ্জের এসিল্যান্ড উত্তম কুমার দাস

নবীগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিঃ- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সহকারী ভূমি কমিশনার উত্তম কুমার দাস অত্যন্ত সাহসের সাথে করোনা ভাইরাসের কারণে প্রতিদিনই দেখা যায় মানুষকে সচেতন করতে মাঠে কাজ করতে। তিনি খুব ভদ্র ও সহজ সরল মনের অধিকারী বলে পুরো নবীগঞ্জ উপজেলায় সুনামের সহিত এই কর্মবীর অফিসার দায়িত্ব কর্তব্য পালন করে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার দায়িত্ব পালনকালে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এই কর্মবীর সহকারি কমিশনার ভূমি অফিসার উত্তম কুমার দাস। ভয়ানক প্রাণঘাতী করোনা ভাইরাস এর মহামারীর প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার বিভিন্ন পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করেছে। জননিরাপত্তার স্বার্থে দেশের সব ধরনের পরিবহন বন্ধ রাখা হয়েছে। করোনার সচেতনতা মূলক মোবাইল কোর্ট পরিচালনা করার সময় রাস্তায় এক পাগল মহিলাকে উলঈ অবস্থা দেখতে পান তিনি।

উনাদেরকে (পথচারীদের) জিজ্ঞেস করে কোথায় উনার বাসা কখন উনাকে পাওয়া যাবে। পথচারীরা জানান আগামীকাল সে এখানে আসবে। তাদের কথা শুনে পরদিন পথচারী মহিলার জন্য ২টি শাড়ি, ব্লাউজ ও পায়জামা এনে উলঈ মহিলাকে নিজ হাতে কাপর পরিয়ে দেন এসিল্যান্ড। এসময় একদল বাংলাদেশ সেনাবাহিনী একটি দল সহযোগীতা করেন। এতে সেনাবাহিনীর নেতৃত্ব দেন ক্যাপ্টেন সাখাওত হোসেন।

একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের এমন দায়িত্বপূর্ণ আচরণ ও মনোভাব দেখে পথচারীরা খুশিতে কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকেন। জনসেবার জন্য প্রশাসন। এই মনোভাব বাংলাদেশের সকল স্থরের সরকারি কর্মকর্তাদের মাধ্যে বিদ্যমান থাকলে বাংলাদেশ এগিয়ে যেতে বেশী দিন লাগবেনা। সহকারী কমিশনার ভূমি উত্তম কুমার দাসের এই অনন্য দৃষ্টান্তের একটি মাইলফলক হয়ে থাকবে এই নবীগঞ্জ উপজেলায় ও সমগ্র বাংলাদেশে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com