সংবাদ শিরোনাম :
দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চাই: সংসদে প্রধানমন্ত্রী

দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চাই: সংসদে প্রধানমন্ত্রী

দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চাই: সংসদে প্রধানমন্ত্রী
দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে চাই: সংসদে প্রধানমন্ত্রী

ঢাকা- প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা আমাদের নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে, তাদের সার্বিক উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ হবে আমাদের লক্ষ্য। আমরা দুর্নীতি ও মাদকমুক্ত, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, যেন শান্তি ও নিরাপত্তা নিশ্চিত হয়।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংসদ নেতার বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে, দুপুর ৩টায় শুরু হয় একাদশ সংসদের উদ্বোধনী এই অধিবেশন।

অধিবেশনে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে। এখানে আমরা যারা প্রতিনিধি বসেছি, আমরা বিভিন্ন এলাকা থেকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। আমরা তাদের প্রতিনিধি, সেই হিসেবেই আমরা দায়িত্ব পালন করব।

এসময় শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় জানান।

বিরোধী দলকে সরকারের গঠনমূলক সমালোচনায় আহ্বান জানিয়ে সংসদ নেতা বলেন, বিরোধী দলের নেতা এবং বিরোধী দলের সকলকে আমি এটুকু বলতে চাই যে গণতান্ত্রিক ধারায় সমালোচনা সবসময় গুরুত্বপূর্ণ। আমি এটুকু আশ্বাস দিতে পারি যে এই সমালোচনা আমাদের বিরোধী দলে যারা আছেন তারা যথাযথভাবে করতে পারবেন। এখানে আমরা কোন বাধা সৃষ্টি করবো না।”

দশম সংসদের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, এর পূর্বে যখন সংসদ চলেছে একটা চমত্‍কার পরিবেশের মধ্য দিয়ে সংসদ পরিচালিত হয়েছিল বলেই মানুষের আস্থা-বিশ্বাস অর্জন করা সম্ভব হয়েছিল। আবার যেহেতু আমরা সংসদে নির্বাচিত হয়ে এসেছি অবশ্যই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যাব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com