টাঙ্গাইলে কলেজের বাসের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তার নাম আরমান রায়হান (২৩)।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সকালে শহরের সিঅ্যান্ডবি রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য আরমান রায়হান টাঙ্গাইল পুলিশ লাইন্সের কর্মরত ছিলেন।
তিনি নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নারান্দি গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে।
এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা পাইপাস এলাকায় ট্রাকচাপায় সাইদুল ইসলাম নামে এক পুলিশ সদস্য নিহত হন।
প্রত্যক্ষদর্শী এমদাদুল হক অপু বলেন, সকাল সাড়ে ৮টার দিকে শহরের সিঅ্যান্ডবি রোডে দুর্ঘটনার পর বিকট শব্দ হয়। পেছনের দিকে তাকিয়ে দেখি একজন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। পাশেই মোটরসাইকেল পড়েছিল। কয়েকজন মিলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিকুল ইসলাম জানান, সকালে কর্মস্থলে যাওয়ার সময় সরকারি সা’দত কলেজের বাসের সঙ্গে পুলিশ সদস্য আরমানের মোটরসাইকেলের ধাক্কা লাগে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় দুর্ঘটনা কবলিত সরকারি সা’দত কলেজের বাস ও চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply