সংবাদ শিরোনাম :
দিনারপুর কলেজে পাঠাগার স্থাপনে ড. রশিদের দশ লক্ষ টাকার অনুদান  ।

দিনারপুর কলেজে পাঠাগার স্থাপনে ড. রশিদের দশ লক্ষ টাকার অনুদান  ।

দিনারপুর কলেজে পাঠাগার স্থাপনে ড. রশিদের দশ লক্ষ টাকার অনুদান

.

স্টাফ রিপোর্টারঃ নবীগঞ্জের দিনারপুর কলেজে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে কলেজ হলরুমে কলেজ গভর্নিং বডির সভাপতি ডা: আব্দুল হাই চৌধুরীর সভাপতিত্বে ও প্রভাষক মোশাররফ মিঠুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি।

এ ছাড়াও বক্তব্য রাখেন দিনারপুর কলেজে বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ইমদাদুর রহমান মুকুল, ঢাকা শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের সহযোগী অধ্যাপক ড. আব্দুর রশিদ মিয়া, দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী, মুক্তিযুদ্ধা কুরেশ আলী, উদ্যোক্তা সদস্য শফিউল আলম, ইউপি সদস্য গোলাম মর্তুজা স্বপন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ তনুজ রায়। মতবিনিময় সভায় প্রধান অতিথি কলেজের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে ঢাকা শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের সহযোগী অধ্যাপক রামলোহ গ্রামের মরহুম আব্দুুর রহমানের ছেলে ড. আব্দুর রশিদ মিয়া কলেজে পাঠাগার স্থাপনের জন্য ১০ লক্ষ টাকা অনুদান প্রদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কলেজের ভূমি দাতা আ: রউফ চৌধুরী, কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য মুক্তিযোদ্ধা আজমান আলী, এলাইচ মিয়া, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, সাবের আহমেদ চৌধুরী, শাহ গোলাম ইজদানী শামীম, জমশেদ আলী,শাহ নুরুজ্জামান,শাহ জুবায়ের প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com