তুচ্ছ ঘটনা নিয়ে দাঙ্গা হাঙ্গামা কোন সভ্য সমাজের কাজ নয় -পুলিশ সুপার.

তুচ্ছ ঘটনা নিয়ে দাঙ্গা হাঙ্গামা কোন সভ্য সমাজের কাজ নয় -পুলিশ সুপার.

তুচ্ছ ঘটনা নিয়ে দাঙ্গা হাঙ্গামা কোন সভ্য সমাজের কাজ নয় -পুলিশ সুপার

মোঃ সনজব আলীঃ তচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দাঙ্গা হাঙ্গামা এটা কোন সভ্য সমাজের কাজ হতে পারে না। দাঙ্গা হাঙ্গামা কখনও সমাজে শান্তি এনে দিতে পারবে না। যে কোন বিষয়ে আমাদের ধৈর্য্য ধারণ করতে হবে। সামান্য ঘটনায় উত্তেজিত হয়ে দাঙ্গায় লিপ্ত হয়ে আমরা কাকে আঘাত করছি। এটা কখনও আমাদের মাথায় আসে না, যাকে আঘাত করছি, সে আমার ভাই অথবা আমাদের প্রতিবেশী। আপনার বিপদে আপদে প্রথমে আপনার ভাই অথবা আপনার প্রতিবেশী এগিয়ে আসবে। অথচ সামান্য ঘটনাকে কেন্দ্র করে আমরা একে অপরের শুত্রু হয়ে যাচ্ছি। এটা কখনও কাম্য হতে পারে না। গতকাল বিকাল ৫টায় বানিয়াচং সদরের কালিদাসটেকায় সংঘর্ষে নিহত বৃদ্ধা সবজান বিবি হত্যার স্থান পরিদর্শনকালে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্যাহ একথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাশ, এসআই আব্দুস ছাত্তার। পুলিশ সুপার নিহত সবজান বিবির স্বজনদের শান্তনা দিয়ে বলেন, এ হত্যাকান্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হবে। এ ঘটনায় জড়িত নয় এমন কোন লোককে হয়রানীর হয়রানী করা হবে না বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। উল্লেখ্য, গত ৬ ডিসেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নিহত হন বৃদ্ধা সবজান বিবি। তিনি তার মেয়ের বাড়ীতে বেড়াতে এসেছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

কপিরাইট © 2017 Lokaloy24
Desing & Developed BY ThemesBazar.Com